জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জোর করে কারো কাছ থেকে ভোট আদায় করা যায় না। মানুষকে ভালোবাসার মাধ্যমে, মানুষের জন্য কাজ করে মানুষের ভালবাসা আদায় করতে পারলেই মানুষ তার বিশ্বস্ত লোককে ভোট দেয়। বক্সনগরে গত পাঁচ বছরে তফাজ্জল হোসেন অনেক কাজ করেছে। সাধারণ গরিব মেহনতী সংখ্যালঘু ভাই-বোনদের জন্য কাজ করে গেছে। বর্তমান তার প্রতিদ্বন্দ্বীর রাজনৈতিক পরিচয় কি ? সে সাধারণ মানুষের জন্য কি করেছে ? তার পরিচয় সে প্রয়াত শামসুল হকের পরিবারের লোক। গতবার আপনারা শামসুল হককে ভোট দিয়েছিলেন। কি পেয়েছেন আপনাদেরই জানা রয়েছে। এবার শামসুল হক নেই, আপনারা তফাজ্জল হোসেনকে ভোট দিন। ভোটে জয়ী হয়ে যদি আপনাদের জন্য কাজ না করে, তাহলে আগামী বিধানসভায় তাকে ফেলে দিন। এটাইতো রাজনৈতিক গণতন্ত্র। রবিবার বক্সনগর বিধানসভা কেন্দ্রের মানিকনগর গীতাঞ্জলি কমিউনিটি হলে কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত এক সভায় বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। উপস্থিত ছিলেন প্রার্থী তফাজ্জল হোসেন।