জুড়বে ভারত জিতবে ইন্ডিয়া স্লোগানকে সামনে রেখে পদযাত্রায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের বর্তমান কেন্দ্রীয় সরকার বিদ্বেষ বিভাজন সৃষ্টি করে একটা অহিংসার পরিবেশ কায়েম করেছে দেশজুড়ে।এর সাথে রয়েছে আবার দুর্নীতি। বর্তমান সরকারের সময়ে জিনিসপত্রের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। বেড়েছে বেকারের সংখ্যা। এরকম একগুচ্ছ অভিযোগ এনে ২০২২ সালে ৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে ভারত জোড়ো যাত্রা সূচনা করেন কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব সাংসদ রাহুল গান্ধী। দীর্ঘ প্রায় সাড়ে চার হাজার কিমি পথ পরিক্রমা করে এই পদযাত্রা কাশ্মীরে গিয়ে সমাপ্ত হয়। রাহুল গান্ধীর ঐতিহাসিক এই ভারত জোড়ো যাত্রার প্রথম বর্ষপূর্তি বৃহস্পতিবার। তাই গোটা দেশ জুড়ে এদিন কংগ্রেস দল পদযাত্রাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তি উদযাপন করে। ব্যতিক্রম ছিল না ত্রিপুরাও। সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন রাজ্যেও সব কটি সাংগঠনিক জেলার উদ্যোগে এক যুগে অনুষ্ঠিত হয় পদযাত্রা। কেন্দ্রীয়ভাবে রাজ্যে মূল পদযাত্রাটি হয় রাজধানী আগরতলায়। প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণ থেকে এক মিছিল বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। জুড়বে ভারত জিতবে ইন্ডিয়া স্লোগানকে সামনে রেখে আয়োজিত পদযাত্রার নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন দলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় পর্যবেক্ষক শাড়িটা লাইফলঙ। এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান বর্তমান সরকার দেশব্যাপী যে বিদ্বেষ, বিভাজন, বেরোজগারি, দ্রব্যমূল্যের ঊর্ধুমুখী করে জনগণকে না বিশ্বাসের দিকে ঠেলে দিয়েছে। থেকে পরিত্রাণ পেতেই রাহুল গান্ধী পদযাত্রার মাধ্যমে রাস্তায় নেমে দেশবাসীকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন। যে কর্মসূচি দেশে ঐতিহাসিক। ঐতিহাসিক এই ভারত জোড়ো পদযাত্রার প্রথম বর্ষপূর্তি রাজ্যেও সব কয়টি সাংগঠনিক জেলাতে পদযাত্রার মধ্য দিয়ে উদযাপন করা হয়।