Site icon janatar kalam

জুটমিল পেনশনারদের বিক্ষোভ সমাবেশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিগত বামফ্রন্ট সরকারের আমল থেকে বঞ্চিত হয়ে আসছে ত্রিপুরা জুটমিল কর্মচারী ও পেনশনারা। অভিযোগ কর্মচারীরা পেনশনে আসার পরও সরকার তাদের ন্যায্য পাওনা মিটিয়ে দিচ্ছিল না। পরবর্তীতে জুটমিল পেনশনাররা ত্রিপুরা উচ্চ আদালতে একটি মামলা দায়ের করেছিল। ওই মামলার রায়ে বিচারপতি বলেছিল ৬ মাসের মধ্যে অর্থাৎ ৪ সেপ্টেম্বরের মধ্যে পেনশনারদের সমস্ত বকেয়া বিল মিটিয়ে দেওয়ার জন্য। রাজ্য সরকার এই বিষয়টির উপর কোন গুরুত্ব না দিয়ে উপরন্তু এড হক কমিটির মাধ্যমে পেনশনারদের কোয়াটার ছাড়ার জন্য নির্দেশ জারি করেছে। এরই পরিপ্রেক্ষিতে সোমবার জুট মিলের সামনে বিক্ষোভে শামিল হয়েছে জুটমিল পেনশনার ওয়েলফেয়ার সোসাইটি। জুট মিলের সামনের বিক্ষোভ ও ধরনা মঞ্চ থেকে পেনশনারা রাজ্য সরকারকে হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ৪ তারিখের মধ্যে তাদের সমস্ত দাবিদাওয়া মিটিয়ে না দিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন কর্মসূচি গড়ে তুলবে।

 

 

Exit mobile version