জীব বৈচিত্রকে রক্ষা করে সামাজিক ভারসাম্য বজায় রাখতে হবে: অর্থমন্ত্রী
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যে প্রথমবারের মত বিশ্ব কচ্ছপ দিবস পালনের উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আজ উদয়পুর মাতাবাড়ির ধন্যমাণিক্য মুক্তমঞ্চে বিশ্ব কচ্ছপ দিবসের উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহরায়।অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিবছর ২৩ মে বিশ্ব কচ্ছপ দিবস উদযাপন করা হয়। বিশ্ব কচ্ছপ দিবস কেবল কচ্ছপের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রদর্শন নয়, বরং আমরা তাদের আবাসস্থলকে কিভাবে রক্ষা করতে পারি তা সুনিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জীব বৈচিত্রকে রক্ষা করে সামাজিক ভারসাম্য বজায় রাখতে হবে। এই উদ্দেশ্যেই রাজ্য সরকার প্রথমবারের মত বিশ্ব কচ্ছপ দিবস পালন করার উদ্যোগ নিয়েছে।অনুষ্ঠানে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, মানব সমাজকে রক্ষা করতে হলে বাস্তুতন্ত্রকে রক্ষা করতে হবে। আর বাস্তুতন্ত্রকে রক্ষা করতে হলে গাছপালা, জীবজন্তু, পশুপাখিকে সংরক্ষণ ও রক্ষা করতে হবে। কচ্ছপের প্রজনন বৃদ্ধির পরিবেশ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন বিধায়ক অভিষেক দেবরায়, মুখ্য বন সংরক্ষক আর কে সামল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, গোমতী জেলার বন আধিকারিক এইচ বি গনেশ, মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস, গোমতী জেলার জেলাশাসক তড়িৎ কান্তি চাকমা, মাতাবাড়ি ব্লকের বিডিও অরিজিৎ পাল প্রমুখ।