janatar kalam

জিরানিয়া থানা এলাকায় সম্প্রতি গুলি কাণ্ডের ঘটনায় উদ্ধার পিস্তল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়া থানা এলাকায় সম্প্রতি গুলি কাণ্ডের ঘটনায় উদ্ধার পিস্তল। উদ্ধার করা হয়েছে ম্যাগজিন, তিন রাউন্ড গুলি। ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিস। ১৩ এপ্রিল জিরানিয়া মহকুমার চম্পকনগর সাধুচন্দ্র পাড়ায় গুলি চালায় দুর্বৃত্তরা। অভিযোগ আর্থিক লেনদেনের বিষয় নিয়ে এই ঘটনা ঘটেছে।

গুলি চালানোর ঘটনা জানিয়ে জিরানিয়া থানায় মামলা দায়ের করেন চিরঞ্জিত দেবনাথ নামে এক ব্যক্তি।পুলিস মামলা নিয়ে তদন্তে নামেন। পুলিস প্রথমে সঞ্জিত দেববর্মা নামে একজনকে গ্রেপ্তার করে। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালাতেই উঠে আসে রবীন্দ্র দেববর্মা নামে আরও এক অভিযুক্তের নাম।

তাঁর বাড়ি খুমুলুং রামকৃষ্ণ পাড়া এলাকায়। ২৬ এপ্রিল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতকে পুলিস রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে শনিবার রাতে পুলিশ উদ্ধার করে একটি পিস্তল, দুইটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি। পুলিস আরও তথ্য বের করতে মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

Exit mobile version