জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর জিবি হাসপাতালে এক এক দিন নিত্য নতুন ঘটনা ঘটছে। তাতে আতঙ্কিত হয়ে পড়ছেন রোগী সহ তাদের আত্মীয় পরিজনেরা। এবারে নেশাগ্রস্ত অবস্থায় জিবি হাসপাতালের তাণ্ডব চালায় এক যুবক। তাকে বেসরকারি নিরাপত্তা কর্মীরা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। যদিও ধরা পড়ার পর ওই যুবক বারেবারেই বলছে তার ভুল হয়েগেছে।
অভিযুক্তের নাম সুদীপ কর্মকার। বাড়ি হেজামারা এলাকায়। তার এক আত্মীয় বিষ পান করে জিবি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। জিবি হাসপাতালে যেমন পরিকাঠামো ও পরিষেবা নিয়ে অভিযোগ রয়েছে তেমনি হাসপাতালে ব্যবস্থাপনা নিয়েও বিস্তর অভিযোগ। আর এসবের মধ্যে পড়ে রোগীদের চিকিৎসা ঠিক ভাবে হচ্ছে না বলে অভিযোগ রয়েছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার দুপুরে যে যুবক মদমত্ত অবস্থায় তান্ডব চালায় সে পেশায় একজন গাড়ি চালক।