janatar kalam Home রাজ্য জিবিতে কিডনি রোগীরা যেন কোনধরণের সমস্যার সম্মুখীন না হন তা শুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন স্বাস্থ্য দপ্তরকে
রাজ্য স্বাস্থ্য

জিবিতে কিডনি রোগীরা যেন কোনধরণের সমস্যার সম্মুখীন না হন তা শুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন স্বাস্থ্য দপ্তরকে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুই মাসে ৫ হাজারের বেশি রোগী জিবি হাসপাতাল থেকে ডায়ালিসিস পরিষেবা নিয়েছেন। জিবি হাসপাতালের ডায়ালিসিস পরিষেবা নিয়ে সাংবাদিক সম্মেলন করে এই তথ্য দেন স্বাস্থ্য সচিব কিরন গিত্যে। রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের ডায়ালিসিস বিভাগের পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন সম্প্রতি রোগী ও পরিজনেরা।

সম্প্রতি বেশ কয়েকজন রোগীর পরিবারের লোকজন অভিযোগ জানানোর জন্য মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে যায়। যদিও তারা মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হয়। এই নিয়ে সংবাদ মাধ্যমে সংবাদ সম্প্রচার হওয়ার পরে মুখ্যমন্ত্রীর নজরে আসে। তারপর এই বিষয়ে খোঁজখবর নেওয়ার জন্য স্বাস্থ্য সচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্য সচিব এই বিষয়ে খোঁজখবর নেওয়ার পর সোমবার সাংবাদিক সম্মেলনে মিলিত হন। সাংবাদিক সম্মেলনে স্বাস্থ্য সচিব জানান ২০০২-২০০৩ সালে জিবি হাসপাতালে ডায়ালিসিস পরিষেবা চালু হয়েছে। ২০১৯ সাল থেকে জিবি হাসপাতালে বিনামূল্যে এই পরিষেবা মিলছে কিডনির সমস্যা জনিত রোগীদের।

প্রতিদিন ৩০ টি মেশিন দিয়ে ৮০ থেকে ১০০ জন রোগী পরিষেবা পায়। কিন্তু সরকারিভাবে এই পরিষেবা দিতে টেন্ডার করে ডায়ালিসিস পরিষেবার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করতে হয়। অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর প্রয়োজন হয়। তাই রাজ্য সরকার আউটসোর্সিং-এর সিদ্ধান্ত নেয়।

গত দুই মাসে ৫ হাজারের বেশি রোগী জিবি হাসপাতাল থেকে ডায়ালিসিস পরিষেবা নিয়েছে। আউটসোর্সিং-এর মাধ্যমে ডায়ালিসিস পরিষেবা চালু করার পর প্রথম দুই সপ্তাহে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয়েছে। স্বাস্থ্য সচিব জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে তিনি নিজে বিষয়টি খতিয়ে দেখেছেন।

যে এজেন্সি ডায়ালিসিস পরিষেবা প্রদানের সাথে যুক্ত তাদেরকেও নির্দেশ দেওয়া হয়েছে সঠিক ভাবে পরিষেবা প্রদান করার জন্য। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জিবি হাসপাতালের এমএস শঙ্কর চক্রবর্তী, ডেপুটি এম এস ডাঃ কনক চৌধুরী, এ জি এম সির অধ্যক্ষ সহ অন্যান্যরা।

Exit mobile version