জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতীয় বক্সিং তারকা জাইসমিন লাম্বোরিয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ মহিলা ৫৭ কেজি বিভাগে সোনাজয়ী হয়ে ইতিহাসে নাম লিখিয়ে নিয়েছেন। কমনওয়েলথ গেমস মেডালিস্ট জাইসমিন ফাইনালে পোল্যান্ডের জুলিয়া সেরেমেটাকে ৪-১ স্প্লিট ডিসিশনে পরাজিত করে গৌরব অর্জন করেন।
প্রথম রাউন্ডে কিছুটা পিছিয়ে থাকলেও জাইসমিন দ্বিতীয় রাউন্ডে শক্তিশালী ফিরে এসে অবিচল মনোবল দেখান। এরপর থেকে তিনি একের পর এক আঘাত করে পোলিশ বক্সারকে পরাজিত করেন। জাইসমিনের এই সাফল্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ প্যারিস অলিম্পিক্সে তার শুরুতেই বিদায় হয়েছিল। বিশ্ব মঞ্চে শক্তিশালীভাবে প্রত্যাবর্তনের এই জয়ের মাধ্যমে তিনি নিজের মূল্য প্রমাণ করলেন।
এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতীয় নারী বক্সারদের অসাধারণ পারফরম্যান্সের সঙ্গে তিনটি পদক জয়ের খবর এসেছে। নুপুর শেওরান সিলভার মেডাল জিতেছেন, যিনি ৮০+ কেজি বিভাগের ফাইনালে পোল্যান্ডের আগাতা কাচমার্সকারার বিরুদ্ধে ৩-২ স্প্লিট ডিসিশনে পরাজিত হয়েও দ্বিতীয় স্থান অধিকার করেন। অপরদিকে, অলিম্পিয়ান পূজা রানী ব্রোঞ্জ পদক জয় করেন।
তবে পুরুষ বক্সারদের জন্য এটি হতাশাজনক প্রতিযোগিতা হয়ে থাকলো, কারণ তাঁরা কোনো পদক জিতে উঠতে পারেননি। ভারতের এই সাফল্য দেশীয় বক্সিং মহলে নতুন উদ্যমের সঞ্চার করেছে এবং আগামী আন্তর্জাতিক মঞ্চে আরও শক্তিশালীভাবে জায়গা করে নিতে ভারতীয় বক্সারদের পথ সুগম করবে।