Site icon janatar kalam

জল জীবন মিশনে রাজ্যের গ্রামীণ এলাকায় ৪৯২, ১৫৫ টি বাড়িতে পানীয়জলের সংযোগ 

 

 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-  জল জীবন মিশনে রাজ্যের গ্রামীণ এলাকায় এখন পর্যন্ত ৪৯২, ১৫৫টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। এই মিশনে রাজ্যের গ্রামীণ এলাকায় গত ১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত ১৪ হাজার ৯৩৮টি বাড়িতে পানীয়জলের সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। এরমধ্যে উত্তর ত্রিপুরা জেলায় ২,৩৫৬টি, ঊনকোটি জেলায় ১,২৯০টি, ধলাই জেলায় ১৬৫৩টি, খোয়াই জেলায় ১,২৫৯টি, পশ্চিম ত্রিপুরা জেলায় ১০৩১টি, সিপাহীজলা জেলায় ৩৬৮৬টি, গোমতী জেলায় ১৮৯৭টি ও দক্ষিণ ত্রিপুরা জেলায় ১,৭৬৬টি বাড়িতে পানীয়জলের সংযোগ দেওয়া হয়েছে। পানীয়জল ও স্বাস্থ্য বিধান দপ্তরের নোডাল অফিসার এই সংবাদ জানান।

Exit mobile version