2025-07-17
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

জল ও বিদ্যুৎ ইস্যুতে ২৮ জুলাই আন্দোলনে নামবে তৃণমূল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- হঠাৎই জাগ্রত তৃণমূল। জল ও বিদ্যুৎ ইস্যু জাগিয়ে দিলো রাজা রাজনীতিতে ঘুমন্ত তৃণমূলকে। জল, বিদ্যুৎ, স্মার্ট মিটার সহ বিভিন্ন ইস্যুতে এবার সোচ্চার হলো তৃণমূল কংগ্রেস। দল আগামী ২৮ জুলাই আন্দোলনে নামবে। ওই দিন আগরতলায় সিটি সেন্টারের সামনে ধর্নায় বসবে প্রদেশ তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার দলের রাজ্য কার্য্যলয়ে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানানো হয়।

যুব নেতা সান্তনু সাহা জল ও বিদ্যুতের মাওল বৃদ্ধি ও স্মার্ট মিটার ইস্যুতে রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। বলেন, কর্মসংস্থান নেই। পাহাড়ে মানুষ না খেয়ে মরছে। অথচ সরকার ব্যস্ত কর বাড়াতে। পরিষেবা বাড়াতে উদাসীন। এদিকে পাহাড়ে মানুষ বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তরা সাহায্য সহযোগিতা পাচ্ছে না। তাই প্রদেশ তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে আগামী ২৮ জুলাই ১ ঘন্টার ধর্ণা প্রদর্শন করবে সিটি সেন্টারের সামনে। স্মার্ট সিটিতে বিভিন্ন রাস্তা ঘাটেরও বেহাল দশা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service