জনতার কলম ওয়েবডেস্ক :- জয়পুরের সওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী জে. পি. নাড্ডা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা ও ত্রাণ কার্যক্রম সম্পর্কে খোঁজ নিয়েছেন।
মন্ত্রী নাড্ডা শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

