জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পড়ুয়াদের স্কলারশিপের দাবিতে আন্দোলনে নামলেন উপজাতি ছাত্র ইউনিয়ন। ১৫ সেপ্টেম্বরের মধ্যে স্কলারশিপের টাকা মিটিয়ে দেওয়ার দাবি জানাল টি এস ইউ।মঙ্গলবার সংগঠনের কর্মীরা বিক্ষোভ দেখায় রাজধানীর গুর্খাবস্তী জনজাতি কল্যাণ দপ্তরের অফিসের সামনে। জানা গেছে পোস্ট মেট্রিক স্কলারশিপের জন্য আবেদন পত্র জমা দিয়েছে ৩৫ হাজার ৬৬৫ জন ছাত্র- ছাত্রী।
প্রি-মেট্রিক স্কলারশিপের জন্য আবেদন পত্র জমা দিয়েছেন ১২ হাজার ২৯৯ জন। কিন্তু প্রি-মেট্রিকে মাত্র ২ হাজার ৮২৬ জনকে স্কলারশিপ দেওয়া হয়েছে। এখনো প্রায় ৯ হাজার ছাত্র-ছাত্রী স্কলারসিপ পায়নি বলে অভিযোগ। পোস্ট মেট্রিক স্কলারশিপ পেয়েছে ১৪ হাজার ছাত্র-ছাত্রী। এটা দুর্ভাগ্যের বিষয়।
এই স্কলারশিপের উপর নির্ভর করে জনজাতি ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা লাভ করে থাকে। সেপ্টেম্বর মাসে বিএড পরীক্ষা। কলেজ থেকে ছাত্র-ছাত্রীদের উপর চাপ দেওয়া হচ্ছে। এই অবস্থায় দ্রুত পড়ুয়াদের স্কলারশিপ মিটিয়ে দেওয়ার দাবিতেই তাদের এদিনের আন্দোলন। একথা জানান টিএসইউ-র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা।