Site icon janatar kalam

জনজাতিদের প্রকৃত উন্নয়ন করেছে মোদী সরকার ও ত্রিপুরা সরকার: মুখ্যমন্ত্রী

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের প্রাঙ্গণে শনিবার অনুষ্ঠিত ভারতীয় জনতা পার্টির জনজাতি অংশের মহা যোগদান সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “ভারতীয় জনতা পার্টি কোনও গুন্ডা পার্টি নয়। এই দল মানুষের জন্য কাজ করে এবং মানুষকে সম্মান দিতে জানে।”

এদিনের যোগদান সভায় বিভিন্ন রাজনৈতিক দল ত্যাগ করে প্রায় ১৭০০ পরিবারের মোট ৫০০০ ভোটার বিজেপিতে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তাঁদের স্বাগত জানান মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যসহ অন্যান্য প্রদেশ নেতৃত্ব।

সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রতি পাঁচ বছর অন্তর নতুন নতুন রাজনৈতিক দল তৈরি হয়, যাদের লক্ষ্য শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধি। জনজাতিদের উন্নয়ন নিয়ে তারা কখনওই আন্তরিক নয়। তিনি আরও বলেন, বিভিন্ন এলাকায় জনজাতিদের জীবনযাত্রা ও অবস্থা দেখলে আজও কষ্ট হয় এবং তখন প্রশ্ন জাগে—আগে যারা ক্ষমতায় ছিল, তারা জনজাতিদের জন্য আদৌ কী করেছে?

মুখ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, “জনজাতিদের প্রকৃত উন্নয়নের কথা যদি কেউ ভেবে থাকে, তবে সেটা করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ত্রিপুরা সরকার।” তিনি উল্লেখ করেন, আগে কেন্দ্রীয় স্তরে জনজাতিদের জন্য কোনও পৃথক দপ্তর ছিল না। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলেই প্রথম জনজাতি বিষয়ক দপ্তর গঠিত হয়। বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই উন্নয়নের ধারা আরও শক্তিশালী হয়েছে।

নবাগতদের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, তাঁরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। ত্রিপুরাকে আরও মজবুত করতে হলে দেশের প্রধানমন্ত্রীর হাত শক্ত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। সভার শেষে বিজেপির পক্ষ থেকে দলে যোগদানকারী জনজাতি ভাই-বোনদের আন্তরিক স্বাগত জানান মুখ্যমন্ত্রী।

এই যোগদান সভাকে কেন্দ্র করে উপস্থিত জনজাতি মা-বোনেদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Exit mobile version