জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গভীর জঙ্গল থেকে উদ্ধার এক নর কঙ্কাল। ঘটনা সোমবার দুপুরে জিরানিয়া মহকুমার বোধজং নগর থানাধীন কান্তা কোবরা এলাকার জঙ্গলে। ঘটনাটি খুন না আত্মহত্যা তা নিয়ে দ্বন্দ্বে পুলিশ ।জঙ্গল থেকে নরকঙ্কাল উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।সোমবার দুপুরে জিরানিয়া মহাকুমার বোধজং নগর থানার অধীন কান্তা কোবরা এলাকার জঙ্গলে স্থানীয়রা লাকড়ি সংগ্রহ করতে যান। তারা জঙ্গলে দুর্গন্ধ পান। স্থানীয়রা দুর্গন্ধের রহস্য খুঁজতে গভীর জঙ্গলে দিকে এগিয়ে যেতেই লক্ষ্য করেন গভীর জঙ্গলে পঁচাগলা এক নর কঙ্কাল।
বিষয়টি তারা বোধজং নগর থানায় জানান। খবর পেয়ে পুলিশ কান্তা কোবরা জঙ্গলে তল্লাশি চালায় ।তল্লাশি অভিযানে গভীর জঙ্গল থেকে পচা গলা নর কঙ্কাল টি উদ্ধার করে পুলিশ। মৃতদেহের পাশেই একজোড়ো জুতো ,একটি টুপি ও একটি ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগে তল্লাশি চালিয়ে ড্রাগসের কৌটো পায় পুলিশ। এদিন এই ঘটনা প্রসঙ্গে বোধজং নগর থানার পুলিশ আধিকারিক জানান, মৃতদেহে প্রায় ৮৫% পচন ধরে গেছে।
ব্যাগ,জুতো,টুপি এবং পরিধানের বস্ত্র দেখে পুলিশের প্রাথমিক অনুমান ,মৃতদেহটি একটি যুবকের এবং তার বয়স আনুমানিক ২১ থেকে ২৬ বছর হতে পারে। তবে ঘটনাটি খুন না আত্মহত্যা তা নিয়ে এখনই সঠিক কিছু বলা যাচ্ছে না বলে জানান পুলিশ আধিকারিক। এদিন পুলিশ নর কঙ্কালটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে নিয়ে যায়। সেখানে নর কঙ্কালের ময়না তদন্ত করা হবে।
ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানতে পারবে পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি নিকটবর্তী অন্যান্য থানা গুলিতে কোন মিসিং ডায়েরি রয়েছে কিনা তাও খুঁজে দেখছে পুলিশ। এদিকে গভীর জঙ্গল থেকে নর কঙ্কাল উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।