জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জঙ্গলে গরু আনতে গিয়ে দুষ্কৃতকারীর গুলিতে আহত এক ব্যক্তি। আহত ব্যক্তি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটে ধলাই জেলা সদর আমবাসায়। জানা গেছে প্রতিদিনের মতো শুক্রবার জঙ্গলে গরু চড়াতে যান আমবাসা হাদুকলক ব্রুহা পাড়ার বাসিন্দা লালথাজুহালা রিয়াং।বয়স আনুমানিক ৫৬ বছর।
শুক্রবার বিকেলে গরু আনতে গেলে জঙ্গলে তাকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতকারী। স্থানীয়রা গুলির শব্দ পেয়ে ছুটে যান। তারা সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিকে কুলাই জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে জিবি হাসপাতালে রেফার করা হয় উন্নত চিকিৎসার জন্য। কে বা কারা কেন গুলি করেছে তা কিছুই বলতে পারছেন না স্থানীয়রা। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে।