Site icon janatar kalam

জঙ্গলের মধ্যে পচা গলা মৃতদহ উদ্ধার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চা বাগানের জঙ্গল থেকে উদ্ধার মাঝ বয়সী এক মহিলার পচাগলা মৃতদেহ । ঘটনাটি ঘটেছে শনিবার বামুটিয়ার হরেন্দ্রনগর চা বাগানে। মৃতার নাম হেলেন সূত্রধর, সে অবিবাহিত। মৃতার পরিবারের তরফে ভাই রবীন্দ্র সূত্রধর অভিযোগ করেন এটি খুন। বাগানের চা শ্রমিকরা এদিন দুপুরে দেখেন সর্বপ্রথমে মহিলার এই পচাগলা মৃতদেহটি। খবর পেয়ে ঘটনাস্থলে যান বামুটিয়া ফাঁড়ির পুলিশ টিম, তৎক্ষণাৎ ছুটে যান ঘটনাস্থলে মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন।প্রাথমিক তদন্ত প্রক্রিয়ার কাজ সেরে পুলিশ দেহ উদ্ধার করে পাঠিয়ে দেন ময়নাতদন্তের জন্য। মৃতার ভাই রবীন্দ্র সূত্রধর তার বক্তব্য জানান বাড়ির জায়গার সীমানা নির্ধারণকে নিয়ে প্রতিবেশী রামচরন বিশ্বাস ও অখিল বিশ্বাসদের সাথে ঝামেলা হয়েছিল ।দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে প্রচন্ড ঝামেলা চলছিল । এই ঝামেলাকে কেন্দ্র করেই বোন হেলেন সূত্রধরকে খুন করা হয় সরাসরি অভিযোগ ভাই রবীন্দ্রর। সমস্ত বিষয়টি খতিয়ে দেখে ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানালেন মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন।

 

 

 

Exit mobile version