জনতার কলম ওয়েবডেস্ক :- উত্তরবঙ্গের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলার শিকার হলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। মঙ্গলবার শিলিগুড়িতে এসে আক্রান্ত দুই নেতার সঙ্গে সাক্ষাৎ করেন ত্রিপুরার সাংসদ ও বিজেপি নেতা বিপ্লব কুমার দেব। তিনি তাঁদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পুরো ঘটনার তীব্র নিন্দা জানান।
বিপ্লব দেব সামাজিক মাধ্যমে অভিযোগ করেন, “জনআস্থাহীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতা হারানোর আগাম ইঙ্গিত পেয়ে সরকারী তন্ত্রকেও দলীয় তন্ত্রে রূপান্তরিত করেছে। রাজ্যজুড়ে জঙ্গলরাজ, সন্ত্রাস আর রক্ত ঝরানোর রাজনীতি চালানো হচ্ছে। প্রতিদিনই মমতাহীন মমতা শাসনে নতুন নতুন কলঙ্কময় অধ্যায় লেখা হচ্ছে।”
তিনি আরও বলেন, “মানুষ যে আর তৃণমূল সরকারের পাশে নেই, তা তারা বুঝে গেছে। তাই ভয়ের পরিবেশ সৃষ্টি করতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের লেলিয়ে দিয়ে গণতন্ত্রকে প্রতিদিন শ্বাসরোধ করে হত্যা করা হচ্ছে।”
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি নেতৃত্বের দাবি, উত্তরবঙ্গের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগে বাধা দিতেই এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।