Site icon janatar kalam

জগন্নাথ জিউ মন্দিরের উল্টোরথ ঘিরে রাজধানীতে ভক্তদের ভিড়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জগন্নাথ জিউ মন্দিরের উল্টোরথ ঘিরে রাজধানীতে ভক্তদের ভিড়। সোমবার জগন্নাথ,বলরাম ও শুভদ্রাকে নিয়ে গুন্ডিচা মন্দির থেকে বের হয় উল্টোরথ। শহরের বিভিন্ন পথ ঘুরে ফের রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরে এসে শেষ হয়। সাত দিন মাসির বাড়ি থেকে জগন্নাথ দুই ভাই বোনকে নিয়ে ফিরে আসেন এদিন।

সাত দিন থাকার পর দেবতারা তাদের আবাসে ফিরে আসেন। ধর্মীয় রীতি মেনে সোমবার রাজধানীর জগন্নাথ জিউ মন্দিরের তরফে হয় উল্টো রথ। এদিকে রথযাত্রাকে ঘিরে রাজধানীর জগন্নাথ জিউ মন্দির চত্বরে বসেছে মেলাও। সাত দিন ধরে চলছে মেলা। বিভিন্ন জায়গা থেকে বিক্রেতারা রকমারি পসরা নিয়ে মেলায় বসে।

Exit mobile version