জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর বনেদি ক্লাব গুলির মধ্যে একটি হল ঊষাবাজারস্থিত ভারত রত্ন সংঘ ক্লাব। প্রতি বছর ভারত রত্ন সংঘ ক্লাব বড় পরিসরে দুর্গা পূজা করে থাকে। এই বছর ভারত রত্ন সংঘ ক্লাবের দুর্গা পূজা আদৌ কি হবে। তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। কিছুদিন আগে ঊষাবাজার ভারতরত্ন সংঘের ক্লাব গৃহ প্রশাসন থেকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
কারন ক্লাব গৃহটি সরকারি খাস জায়গায় নির্মাণ করা হয়েছিল। এরই মধ্যে এলাকার লোকজন ছোট পরিসরে হলেও এই বছর দুর্গা পূজা করার উদ্যোগ গ্রহণ করে। দুর্গা পূজা করার জন্য অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয় এলাকাবাসিরা। কিন্তু প্রশাসন থেকে কোন ধরনের সাড়া মিলেনি। তাই রবিবার সকালে এলাকার লোকজন দুর্গা পূজা করার জন্য ভারত রত্ন সংঘ ক্লাবের জায়গাটি পরিষ্কার করতে যায়।
কিন্তু এইদিন প্রশাসন থেকে এলাকাবাসিদের বাধা দান করা হয়। এলাকাবাসিরা জানান ভারত রত্ন সংঘ ক্লাবের দুর্গা পূজা বহু বছর ধরে চলে আসছে। এই বছর তারা ছোট পরিসরে দুর্গা পূজা করার উদ্যোগ গ্রহণ করেছে। তাদের দাবি প্রশাসন থেকে তাদেরকে ছোট পরিসরে পূজা করার জন্য অনুমতি প্রদান করা হোক।