জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছেলের হাতে নৃশংসভাবে খুন হল মা, গ্রেফতার অভিযুক্ত ছেলে।ধারালো দা দিয়ে নিজের মায়ের দেহ থেকে মাথা আলাদা করে দিল নিজের ছোট ছেলে হরিচরণ ঝড়া। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে খোয়াই থানাধীন রতনপুরের ঝড়া বস্তিতে। মৃত মহিলার নাম পার্বতী ঝড়া বয়স (৫৫)।
বুধবার সকালে পার্বতী ঝড়ার বড় ছেলে কৃষ্ণ মোহন ঝড়া মা’কে ঘুম থেকে ডেকে তোলার জন্য ডাকাডাকি শুরু করলে তিনি কোন সাড়া দেননি। পরবর্তী সময়ে দরজার ফাঁক দিয়ে সে দেখতে পায় তার ছোট ভাই হরিচরণ ঝড়া তার মা’কে হত্যা করে ঘরে দা নিয়ে বসে রয়েছে। সেই দৃশ্য দেখে ভয় পেয়ে কৃষ্ণ মোহন ঝড়া খবর দেন খোয়াই থানায়।
চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের খবর পেয়ে খোয়াই থানা থেকে ছুটে আসেন থানার ওসি সুবীর মালাকার, থানার সেকেন্ড অফিসার যুগল ত্রিপুরা সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এসে ঘরের দরজা ভেঙ্গে গ্রেফতার করে হাতে দা নিয়ে বসে থাকা হরিচরণ ঝড়াকে। পরবর্তী সময়ে কয়েক ঘণ্টা অপেক্ষার পর ফরেন্সিক দল ঘটনাস্থলে আসে এবং পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় হাসপাতাল মর্গে।
নিজের মাকে দেহ থেকে মাথা আলাদা করে দেওয়ার ঘটনা নিয়ে পার্বতী ঝড়ার বড় ছেলে কৃষ্ণ মোহন জানিয়েছেন, ছোট ভাই হরিচরণের সঙ্গে একটি ঘরে থাকতো তার মা। গতকাল রাতে মার সঙ্গে তার ঝগড়া হয়। গভীর রাত সে এই দুঃসাহসিক ঘটনাটি সংঘটিত করে। এই হত্যাকাণ্ড নিয়ে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।