Site icon janatar kalam

ছুড়িকাঘাতে রক্তাক্ত এক যুবক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ছুড়িকাঘাতে রক্তাক্ত যুবক! নিজের আপন কাকাতো ভাই কর্তৃক ছুড়িকাঘাতে রক্তাক্ত এক যুবক, উক্ত ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই কলোনি এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে। তবে কি কারনে এই প্রাণে মারার চেষ্টা এ বিষয়ে স্পষ্টত কিছুই জানা যায়নি। ঘটনার বিবরণে জানা যায়,, তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই কলোনি এলাকার সমীর বিশ্বাস এবং পরিতোষ বিশ্বাস নামের দুই ভাইয়ের মধ্যে কোন এক বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি এবং প্রাণে মারার ইচ্ছে নিয়ে পরিতোষ বিশ্বাস নামের এক যুবক সমীর বিশ্বাস নামের অপর যুবককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে বলে অভিযোগ। ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে বাড়ি ঘরের অন্যান্য সদস্যরা গুরুতর আহত ও রক্তাক্ত সমীর বিশ্বাস কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। এবং সেখানে নিয়ে এলে সমীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। তবে প্রাথমিক অনুমান, টাকা পয়সা লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেই হয়তোবা এই কাণ্ড ঘটিয়েছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে গোটা তুইসিন্দ্রাই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে, এই ঘটনার ব্যাপারে তেলিয়ামুড়া থানায় অভিযোগ করার পর তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্তকে আটক করার জন্য ময়দানে নামে।

Exit mobile version