Site icon janatar kalam

ছাত্র-ছাত্রীদের সংবিধানের বিষয়ে অবগত হতে হবে : শিক্ষা অধিকর্তা

????????????????????????????????????

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাড়া জাগিয়ে শুরু হয়েছে যুব সংসদ প্রতিযোগিতা। শিক্ষা দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার রাজধানীর মহারানী তুলসীবতী বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে রাজ্য স্তরের যুব সংসদ প্রতিযোগিতা হয়।

উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা, মহারানী তুলসীবতি বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্যরা।

এইদিন বিদ্যালয়ে এক প্রদর্শনীর আয়োজন করা হয়। ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন শিখা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা। এদিনের ৭৫ তম সংবিধান দিবস উপলক্ষ্যে উপস্থিত ছাত্র-ছাত্রীদের প্রস্তাবনা পাঠ করানো হয়।

পরে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে শিক্ষা দপ্তরের অধিকর্তা এনসি শর্মা বলেন দেশের সংবিধান দেশের মানুষকে কি কি অধিকার দিয়েছে তা সংবিধানে স্পষ্ট ভাবে লেখা রয়েছে। তাই সংবিধানের বিষয়ে সকলকে অবগত হতে হবে। এদিন প্রচুর পড়ুয়া অংশ নেয় অনুষ্ঠানে।

 

Exit mobile version