জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামীদিনে পশ্চিমবাংলা ও কেরলে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে। শনিবার এই দাবি করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি ইন্ডি জোটের কড়া সমালোচনা করে মন্তব্য করেন, এটা হল চোরের সিন্ডিকেট। প্রতিবছর ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিন শ্রদ্ধার সঙ্গে রাজ্যেও পালন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। সরকারি বেসরকারি ভাবে উদযাপন করা হয় উনার জন্মদিন।
শনিবার ভারতীয় জনতা পার্টির তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির জন্মদিন। এদিন সকালে ত্রিপুরা প্রদেশ বিজেপি অফিসেও হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, শিল্প মন্ত্রী সান্ত্বনা চাকমা, সহ- সভাপতি সুবল ভৌমিক, মহিলা সংগঠনের সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যরা।
তারা সকলে ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। আলোচনা করতে গিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন রাহুল গান্ধীর সমালোচনা করেন সংসদে উনার মন্তব্য নিয়ে। মুখ্যমন্ত্রী মন্তব্য করেন চোরের সিন্ডিকেট হল ইন্ডি জোট। ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জির চিন্তা ভাবনাকে দেশের বর্তমান প্রধানমন্ত্রী বাস্তবায়িত করছেন। রাজ্য সরকারও সেই দিশায় কাজ করার চেষ্টা করছে। ভারত কেশরী ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি বর্তমান সময়েও প্রাসঙ্গিক।