Site icon janatar kalam

চুরি যাওয়া ৫ টি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিলেন কলেজটিলা ফাঁড়ি পুলিশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী সহ আশপাশ এলাকায় চোরের উৎপাত অব্যাহত। একের পর এক ঘটছে চুরির ঘটনা। এবার চুরি করে রাতের আঁধারে পুলিশের সামনে পড়ে পালিয়ে গেল চোর। তবে উদ্ধার হয়েছে চুরি যাওয়া রান্নার গ্যাস সিলিন্ডার। ঘটনা ৮ মে গভীর রাতে। জানা গেছে রাতের বেলা টহলে বের হন কলেজটিলা ফাঁড়ির পুলিশ।

আড়ালিয়া এলাকায় একজনকে দেখে সন্দেহ হয়। তখন পুলিশ দেখে এক চোর গ্যাস সিলিন্ডার ফেলে পালায়। পুলিশ তল্লাশি চালিয়ে সেখানে ৫ টি রান্নার গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে। পরের দিন যাদের বাড়ি কিংবা দোকান থেকে সিলিন্ডার চুরি হয়েছে তারা অভিযোগ জানান। পুলিশ যাচাই করে প্রকৃত মালিকদের হাতে গ্যাস সিলিন্ডার গুলি তুলে দেন। গ্যাস সিলিন্ডার পেয়ে খুশি মালিকরা।

 

 

Exit mobile version