চুরি যাওয়া লেপটপ সহ দুই চোরকে গ্রেফতার করলো পশ্চিম আগরতলা থানার পুলিশ
janatar kalam
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পশ্চিম আগরতলা থানার পুলিশের আরো একটি সাফল্য। চুরি যাওয়া লেপটপ সহ দুই চোরকে গ্রেফতার করে পশ্চিম আগরতলা থানার পুলিশ। বৃহস্পতিবার সদ্যা এস ডি পি ও দেবপ্রসাদ রায় পশ্চিম আগরতলা থানায় এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। মেলারমাঠ এলাকায় গত ১১ জুলাই একটি দোকান থেকে ল্যাপটপ ও কিছু নগদ টাকা চুরি হয়েছিল।
সেই মামলার প্রেক্ষিতে পশ্চিম আগরতলা থানা ও বটতলা ফাঁড়ির পুলিশ যৌথভাবে ঘটনার তদন্তে নামে। ধৃতরা হলো অমিত দেব ও সজল দেবনাথ। চুরি যাওয়া ল্যাপটপটি আম্বাসা থেকে উদ্ধার করা হয়। পুলিশ ধৃতদের জোর জিয়াসাবাদ চালিয়েছে। কিন্তু প্রশ্ন হলো কিছু দিন পর পর চোর ছিনতাইবাজরা ধরা পড়লেও চুরি ছিনতাই এর ঘটনা কিন্তু কমছেনা।