Site icon janatar kalam

চুরি যাওয়া তিনটি বাইক ও স্বর্ণালংকারসহ আটক চার চোর

জনতার কলম আগরতলা প্রতিনিধি :- চোর ধরতে গিয়ে আক্রান্ত খোদ পুলিশ কর্মী। যদিও শেষ রক্ষা হয়নি। পুলিশের জালে ধরা পড়তেই হয়। বিভিন্ন জায়গায় চুরি ও পুলিশের উপর আক্রমণের অভিযোগে মোট চার যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া তিনটি বাইক, স্বর্ণালংকার বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের ২ জনকে বর্ডার গোল চক্কর, একজন জয়পুর ও একজন বিশালগড় থেকে আটক করা হয়েছে।

ধৃতদের জোর জিগ্গাসাবাদ চালানো হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি ভাবে এই বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন এস ডি পিও দেবপ্রসাদ রায়। পাশেই ছিলেন পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি। ইদানিং বেশ কয়েকটি ঘটনায় পুলিশ চোরদের গ্রেপ্তার করলেও কিছুদিন পর আদালত থেকে জামিন পেয়ে পুনরায় এরা চুরি কাণ্ডে লিপ্ত হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

Exit mobile version