জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে চোরের উৎপাত অব্যাহত। সুযোগ পেলেই হাত সাফাই করে নিচ্ছে চোরের দল। এবার প্রকাশ্য দিনের বেলা চুরি করতে এসে আমজনতার হাতে আটক দুইজন। ঘটনা শুক্রবার রাজধানীর উত্তর গেইট এলাকায়। জানা গেছে এদিন মানিক্য কোর্ট বিয়ে বাড়িতে চুরি করতে আসে তিনজন।
অভিযোগ তারা বিয়ে বাড়ির বিভিন্ন বাসনপত্র নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন বিয়ে বাড়ির লোকজন দেখে ফেলেন। চুরি করতে আসা একজন রিক্সা নিয়ে পালিয়ে গেলেও দুইজনকে আটক করে ফেলে লোকজন। তাদের উত্তমমধ্যম দিয়ে পুলিসের হাতে তুলে দেয়। জানা গেছে ধৃতদের বাড়ি ভাটি অভয়নগর এলাকায়।