জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাস্হ্যপরিসেবায় প্রথম সৈনিক হলেন নার্সিং স্টাফ। শুক্রবার আমতলী বাইপাস রোডে নর্থ ইস্ট ইন্সটিটিউট অফ নার্সিং সাইন্সের নবনির্মিত একাডেমিক এবং হোস্টেল বিল্ডিং এর উদ্বোধন করে এই কথা বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী চিত্তরঞ্জন দেববর্মা মহারাজ।
শুক্রবার রাজধানীর বাইপাস রোডে সাঁইবাবা মন্দির সংলগ্ন এলাকায় নর্থ ইস্ট ইন্সটিটিউট অফ নার্সিং সাইন্স এর নবনির্মিত একাডেমিক ভবন এবং ছাত্রনিবাসের উদ্বোধন হয়। এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী চিত্তরঞ্জন দেববর্মা মহারাজ, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ডাক্তার দীপক শর্মা ,আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা প্রফেসর ডাক্তার সঞ্জীব দেববর্মা সহ অন্যান্যরা।
এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,চিকিৎসা পরিষেবায় সবসময় নার্সিং এর ডিমান্ড থাকবেই ।পাশাপাশি প্যারামেডিকেলের চাহিদাও থাকবে ।তিনি জানান ,নার্সিং স্টাফদের উপরেই হাসপাতালের মান সম্মান নির্ভর করে ।রোগী এবং রোগীর পরিবারদের সাথে কিভাবে ব্যবহার করতে হবে সেই সম্পর্কে নার্সদের জানা প্রয়োজন বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, স্বাস্থ্যপরিসেবায় প্রথম সৈনিকই হলেন নার্সিং স্টাফ।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, চিকিৎসা পরিষেবার উন্নয়নের কাজে যেন কোন খামতি না থাকে সেই লক্ষ্য রেখে সরকার কাজ করছে। ইতিমধ্যেই রাজ্যের জেলা হাসপাতাল গুলিতে ট্রমা সেন্টারগুলি শক্তিশালী করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।হাসপাতালগুলির পরিকাঠামোগত উন্নয়নও হচ্ছে ।মুখ্যমন্ত্রী জানান ,প্রচুর পরিমাণ ডাক্তার পাশ করে বের হচ্ছেন ।এজিএমসি থেকে ৯০ জনের মত স্পেশালিস্ট বের হচ্ছেন। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজধানীতে এমসিএইচ চালুর চিন্তা ভাবনা করা হচ্ছে।
এদিন নর্থ ইস্ট ইন্সটিটিউট অফ নার্সিং সায়েন্সের নতুন ভবনের উদ্বোধনের পর তা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। ইনস্টিটিউটের ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।