জনতার কলম আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি ও রাজ্যসভা সাংসদ রাজীব ভট্টাচার্য শারীরিক অসুস্থতার কারণে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আজ তাঁর শারীরিক অবস্থার অগ্রগতি জানতে হাসপাতালে যান লোকসভা সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।
সেখানে তিনি চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত কথা বলেন এবং পরিবার-পরিজনের কাছ থেকেও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। প্রদেশ সভাপতির দ্রুত আরোগ্য কামনা করে বিপ্লব দেব জানান, দলের সকলেই তাঁর দ্রুত সুস্থতা প্রত্যাশা করছেন। এছাড়া তিনি মাতা ত্রিপুরাসুন্দরীর নিকট রাজীব ভট্টাচার্যের দ্রুত আরোগ্যের প্রার্থনা করেন।

