জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এনআইটি আগরতলার ১৬ তম সমাবর্তন অনুষ্ঠান হবে আগামী চার নভেম্বর । অনুষ্ঠানটি ইনস্টিটিউট ক্যাম্পাসে সম্পন্ন হবে । অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা । সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইআইটি খড়গপুরের প্রাক্তন ডিরেক্টর অধ্যাপক দামোদর আচার্য , এছাড়াও উপস্থিত থাকবেন এন আই টি আগরতলার বোর্ড অফ গভর্নরস এর চেয়ারম্যান বিনোদ বাউরী ,অনুষ্ঠানে স্নাতক উত্তীর্ণদের ডিগ্রী প্রদান করবেন এন আই টি আগরতলার ডিরেক্টর প্রফেসর এস কে পাত্র ।