জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য ও বহিঃরাজ্যের বিভিন্ন বেসরকারি সংস্থায় যাতে রাজ্যের বেকার ছেলে-মেয়েরা চাকরির সুযোগ পান সেজন্য চাকরি মেলার আয়োজন করা হয় বছরের বিভিন্ন সময়ে। বৃহস্পতিবার বহিঃরাজ্যের এক নামই সংস্থার ১৫০ পদে লোক নিয়োগের ইন্টার্ভিউ নেওয়া হয়। ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগরতলার ব্যবস্থাপনায় বৃহস্পতিবার হয় চাকরি মেলা।
রাজধানীর অফিসলেনস্থিত শ্রম ভবন প্রাঙ্গণে হয় এই চাকরি মেলা। বেসরকারি কোম্পানি ও সংস্থায় লোক নিয়োগের জন্য এই চাকরি মেলা করা হয়। এদিনের চাকরি মেলায় সকাল থেকে কর্মপ্রার্থীরা ভিড় জমায়। ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের এক আধিকারিক জানান ঔরঙ্গাবাদের একটি কোম্পানি ১৫০ টি পদের জন্য লোক নিয়োগের জন্য ইন্টার্ভিউ নেয়। যাদের নিয়োগ করা হবে তাদেরকে ঔরঙ্গাবাদে যেতে হবে। এদিন প্রচুর বেকার ছেলে- মেয়ে চাকরি মেলায় অংশ নেয়।