Site icon janatar kalam

চাঁদার জুলুমবাজিতে রাস্তা অবরোধে গাড়ি চালকরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চাঁদার জুলুমবাজি নিয়ে কৈলাসহর পদ্মের পাড় এলাকায় পথ অবরোধ করেছে যানবাহন চালকরা। সংবাদে প্রকাশ কমলপুর এবং উত্তর জেলার কদমতলা এলাকায় দুর্গা পূজার চাঁদা নিয়ে গাড়ির চালকদের সাথে দুর্ব্যবহার করে একটি গাড়ি ভাঙচুর করেছে । অভিযোগ প্রত্যেক গাড়ির চালকের কাছে পাঁচ হাজার টাকা করে চাঁদা দিতে হবে বলেও কদমতলা এবং কমলপুর এলাকায় একাধিক ক্লাবের সদস্যরা দাবি করেছে । তার একটা বিহিত ব্যবস্থা করার জন্য সমস্ত যানবাহন চালকরা একত্রিত হয়ে বুধবার সকালে কৈলাশহর পদ্মের পাড় এলাকায় পথ অবরোধে বসেছে । এদিকে রাস্তা অবরোধের কারণে দুপাশে আটকে পড়েছে বহু যানবাহন ও সাধারণ পথচারীর । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী । দীর্ঘ সময় গাড়ির চালকদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে অবরোধ মুক্ত করা হয়েছে রাস্তাটি।

 

 

 

Exit mobile version