janatar kalam Home অপরাধ চলন্ত ট্রেনে নিগৃহীত যুবতী, অভিযুক্ত টিটির বিরুদ্ধে সরব বাম যুব সংঘটন 
অপরাধ রাজনৈতিক রাজ্য

চলন্ত ট্রেনে নিগৃহীত যুবতী, অভিযুক্ত টিটির বিরুদ্ধে সরব বাম যুব সংঘটন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ট্রেনের যাত্রীদের নিরাপত্তা দেওয়ার বদলে চলন্ত ট্রেনে প্রকাশ্যে টিটির নিগ্রহের শিকার হলেন এক যুবতী। অভিযুক্ত টিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন বাম যুব সংগঠনদ্বয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশন-র নেতৃত্ব। বৃহস্পতিবার দুই সংগঠনের এক প্রতিনিধি দল ডেপুটেশন দেন আগরতলা রেলস্টেশন ম্যানেজারের কাছে।

ঘটনাটি ঘটে ১৩ মে হামসফর এক্সপ্রেসে। ঘটনা নিয়ে বাম যুব নেতৃত্বের প্রশ্ন কোথায় ট্রেনে যাত্রী নিরাপত্তা? আজকে মহিলাদের নিরাপত্তা প্রশ্ন চিহ্নের মুখে। এদিন প্রতিনিধি দলে ছিলেন যুব নেতা পলাশ ভৌমিক, নবারুণ দেব, অরিন্দম বিশ্বাস, কৌশিক রায় দেববর্মা সহ অন্যরা। পাশাপাশি তারা দাবি জানান আগরতলা-ধর্মনগর ও আগরতলা-সাব্রুমের মধ্যে প্রতিদিনকার যাত্রী ট্রেনের সংখ্যা বাড়ানোর।

এদিন যুব নেতা পলাশ ভৌমিক জানান, এসব রুটে ডেমু ট্রেন চালানো হচ্ছে। কোচের সংখ্যা কম।ট্রেন গুলি থেকে বের হচ্ছে দুর্গন্ধ। আলোর ব্যবস্থা নেই। পরিষেবা একেবারে তলানিতে। তাই ট্রেনের পরিষেবার মান উন্নয়ন করার দাবি জানান তারা। যুব নেতা বলেন, বামপন্থীদের দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে রাজ্যে ট্রেন এসেছে।

ডাবল ইঞ্জিনের সরকারের সময়ে ট্রেনের পরিষেবা যে রকম হওয়ার কথা তা মিলছে না। তারা দাবি জানান যাত্রী ট্রেন বাড়ানো, ডেমু ট্রেনের পরিবর্তে বড় ট্রেন দেওয়া, ট্রেনের শৌচালয় গুলি পরিষ্কার , যাত্রীদের নিরাপত্তার ব্যবস্থা করার দাবি জানান বাম দুই যুব সংগঠনের নেতৃত্ব।

 

 

Exit mobile version