জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি মাসের ২৬ ও ২৭ তারিখ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাষ আবহাওয়া দপ্তরের। বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এমবিবি বিমানবন্দরের আবহাওয়া অফিসের বিজ্ঞানী পার্থ রায় জানান চলতি মাসের শেষে বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে সৃষ্টি হয়েছে নিম্নচাপ। ২৫ মে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা।
বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে একথা জানান এমবিবি বিমানবন্দরের আবহাওয়া অফিসের বিজ্ঞানী পার্থ রায়। তিনি জানান, ২৬ তারিখ এটি বাংলাদেশ ও পশ্চিম বাংলার উপকুলের দিকে পৌঁছবে। এর পরে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তিনি জানান, সম্ভাবনা রয়েছে ২৬ মে সিপাহীজলা, গোমতী, দক্ষিণ ও ধলাই জেলার বেশিরভাগ জায়গায় ভারি থেকে অতিভারি বৃষ্টির।
এছাড়া বজ্রবিদ্যুৎ সহ ৪০-৫০ কিমি বেগে ঝড়ো বাতাস বয়ে যেতে পারে।জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ২৭ তারিখ, উত্তর, ঊনকোটি, ধলাই ও খোয়াই জেলায় ভারি থেকে অতি ভারি বৃষ্টির পাশাপাশি রাজ্যের অন্য জেলা গুলিতেও ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।