জনতার কলম ওয়েবডেস্ক :- তৃতীয় দিন শেষ ৩০ মিনিটেই দুজন বাইশ গজে ঝড় তুলেছিলেন। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের ব্যাটিং দেখে মনে হচ্ছিল রাঁচি টেস্ট জিতে চলতি সিরিজ পকেটে পুরে নেওয়া শুধু সময়ের অপেক্ষা। তবে জয় পেলেও অনেক লড়াই করতে হল। ভেঙে যাওয়া পিচে ব্যাপক লড়াই দিল ইংল্যান্ড।
স্বভাবতই ভারতীয় ড্রেসিংরুমের চাপ বেড়ে গিয়েছিল। তবুও শেষ পর্যন্ত শুভমান গিল এবং ধ্রুব জুরেলের লড়াকু জুটির উপর ভর করে চতুর্থ টেস্ট ৫ উইকেটে জিতল টিম ইন্ডিয়া। শুভমান ১২৪ বলে ৫২ এবং ধ্রুব ৭৭ বলে ৩৯ রানে অপরাজিত থেকে দলকে ম্যাচ ও সিরিজ জেতালেন। আপাতত ৩-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।