জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবার ডানা আতঙ্ক। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। আছড়ে পড়তে পারে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় এলাকায়। বৃহস্পতিবার রাত ও শুক্রবার ভোরের মধ্যে যেকোনও সময় স্থলভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ডানা’। এই ঘূর্ণিঝড় ত্রিপুরায় প্রভাব ফেলতে পারবে কিনা সে বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা রাজ্য আবহাওয়া দপ্তরের এসিস্ট্যান্ট ডাইরেক্টর আদিত্য রাজবর্মা।
তিনি জানান বুধবার ভোরে ডানা ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। তার সরাসরি প্রভাব পড়বে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গে। আগামী ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর ভোরের মধ্যে তার প্রভাব পড়তে পারে সেই সব রাজ্যে। ত্রিপুরা যেহেতু প্রায় ৫০০ কিলোমিটার দূরে তাই সরাসরি কোন প্রভাব পরবে না।
তারপরেও রাজ্যের দুই জেলায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী দুই দিনের জন্য সর্তকতা জারি করা হয়েছে সিপাহীজলা জেলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলায়। বাকি জেলা গুলিতেও হালকা বজ্রপাতের সাথে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২৫ অক্টোবর ঘূর্ণিঝড়ের শক্তি হ্রাস পাবে বলে জানান তিনি।