জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী ২২ শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে রামলালার মন্দিরের। এই উপলক্ষে গোটা দেশজুড়ে শাসক দলের পক্ষ থেকে নেওয়া হচ্ছে নানান কর্মসূচি। দেশের বিভিন্ন প্রান্তে থাকা তীর্থক্ষেত্রগুলিতে চলছে স্বচ্ছ ভারত অভিযান, বার্তা পত্র পৌঁছানো ইত্যাদি। তাছাড়া এই রামলালার মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে প্রতি ঘরে ঘরে ৫টি করে প্রদীপ জ্বালানোর আহবান রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে। প্রধানমন্ত্রীর সেই আহ্বানে সারা দিয়ে বৃহস্পতিবার প্রদেশ বিজেপি সভানেত্রী এবং এলাকার কর্পোরেটরের উপস্থিতিতে ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হল প্রদীপ বিতরণ কর্মসূচি। এদিন সংবাদ মাধ্যমকে প্রদেশ বিজেপি সভানেত্রী জানান রামলালার মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে ঘরে ঘরে আগামী ২২শে জানুয়ারী দীপাবলি পালনের যে প্রধানমন্ত্রীর বার্তা সেটাতে সারা দিয়ে আজকের এই প্রদীপ বিতরণ কর্মসূচি বলে। এদিনের কর্মসূচিকে কেন্দ্র দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।