Site icon janatar kalam

ঘটা করে আনন্দময়ী কালীবাড়িতে হলো জগদ্ধাত্রী পূজা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যেও ঘটা করে বিভিন্ন জায়গায় পূজিত হচ্ছেন মা জগদ্ধাত্রী। আগরতলা শহরের আনন্দময়ী কালীবাড়িতে হচ্ছে জগদ্ধাত্রী পূজা। একই দিনে মাকে করা হবে তিনবার পূজা। সপ্তমীর অষ্টমী নবমী। শিব পূজার প্রসঙ্গে বলতে গিয়ে মন্দিরের পুরোহিত সংবাদ মাধ্যমকে জানান গাছে গাছে ফল ধরে কোথাও দ্বন্দ্ব নেই গাছে গাছে ফুল ধরে কোথাও দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব বিশেষভাবে মানুষের মধ্যে রয়েছে তাই সারা জগতের মানুষ যেন একে অপরের পাশে আসে এবং একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে যেন কাজ করতে পারে এক কথায় জগত শান্তির উদ্দেশ্যে মায়ের আরাধনা করা ও মা যেন সকলের মঙ্গল করেন এই আশা রেখেই আরাধনা করা। পূজা কে কেন্দ্র করে আনন্দময়ী কালীবাড়িতে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Exit mobile version