Site icon janatar kalam

গ্রেটার তিপ্রা ল্যান্ডের দাবিতে সারা রাজ্যে ১২ঘন্টার বনধ ডাকল তিপ্রা মথা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৩০ শে সেপ্টেম্বর টি টি এ ডি সি এলাকায় ১২ ঘণ্টার বনধ ডাকল রাজ্যের প্রধান বিরোধী দল তিপ্রা মথা। শনিবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে জানালেন দলের শীর্ষস্তরীয় নেতৃত্ব প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি এদিন জানিয়েছেন তিপ্রাসাদের সাংবিধানিক অধিকার আদায়ের লক্ষ্যে কেন্দ্রীয় সরকারকে চাপে রাখার জন্য এই দিন সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এ ডি সি এলাকায় সব বনধ থাকবে। তবে জরুরি ও প্রয়োজনীয় পরিষেবায় ছাড় দেওয়া হবে। এদিন তিনি আরও জানান দিল্লিকে এর মাধ্যমে একটা বার্তা দেওয়া হবে যে তাদের দাবি গুলির একটা সমাধান বের করার জন্য। তিপ্রাসা লোকদের সাংবিধানিক দাবি গ্রেটার তিপ্রা ল্যান্ডের সমর্থনে সকলে একত্রিত হয়ে দিল্লিকে এই বার্তা দেবার জন্যই তাদের এই বার ঘণ্টার হরতাল বলে এদিন জানিয়েছেন তিনি। এই সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে দলের অন্যান্য নেতৃত্বও উপস্থিত ছিলেন।

 

 

Exit mobile version