Site icon janatar kalam

গ্যালারীতে বসে মুম্বাই বনাম ত্রিপুরা দলের খেলা দেখেন মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- খুব সহসাই নরসিংগড়স্থিত নির্মীয়মাণ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ সম্পন্ন হয়ে যাবে।নরসিংগড়স্থিত নির্মীয়মাণ আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য তিনি ইতিমধ্যে কথা বলেছেন। রাজধানীর এম বি বি স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ম্যাচ দেখতে গিয়ে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

আগরতলার এমবিবি মাঠে শনিবার শুরু হয়েছে মুম্বাই বনাম ত্রিপুরার রঞ্জি ট্রফি ম্যাচ। এদিন এমবিবি মাঠে খেলা দেখতে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এমবিবি মাঠের ভিআইপি গ্যালারীতে বসে মুম্বাই বনাম ত্রিপুরা দলের খেলা দেখেন। মুম্বাই বনাম ত্রিপুরা দলের খেলা দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন রঞ্জি ট্রফির চারটি খেলা হবে এমবিবি মাঠে। এইদিন মুম্বাই বনাম ত্রিপুরার মধ্যে প্রথম ম্যাচ শুরু হয়েছে।

 

 

Exit mobile version