জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্য গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলের উদ্যোগে আগরতলা রাজপথে বৈষ্ণব ধর্মাবলম্বীদের সুবিশাল মিছিল বের হয়েছে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠ থেকে। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ফের ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে গিয়ে ধর্ম সম্মেলনে মিলিত হয়েছে। ত্রিপুরা গৌড়ীয় বৈষ্ণব মন্ডলের ২৫ বছর পূর্তি উপলক্ষে এই রেলির আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত চৈতন্য মহাপ্রভু আজ থেকে ৫১৪ বছর আগে এই মাঘ মাসে সন্ন্যাস গ্রহণ করেছিলেন। যার জন্য এই মাঘ মাসটাকে গৌড়ীয় বৈষ্ণব মহামন্ডলী উদযাপন করছে। মূলত সনাতন ধর্মের ব্যাপক প্রচার ও প্রসারের জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।