Site icon janatar kalam

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের জালে আটক ৯ জন বাংলাদেশী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত। ত্রিপুরাকে ব্যবহার করে দেশের বিভিন্ন রাজ্যে যাওয়ার জন্য হিড়িক পড়েছে। ট্রেনের মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধভাবে যেতে গিয়ে পুলিশের হাতে ধরাও পড়ছে বাংলাদেশী নাগরিকরা। শনিবার রাতে ফের বাংলাদেশী নাগরিক আগরতলা রেলস্টেশনে আগরতলা সরকারি রেল থানার পুলিসের হাতে ধরা পড়ে।ধৃতদের মধ্যে ৬ জন মহিলা।

অভিযোগ তারা বেআইনিভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করে। এই ৯ জন বাংলাদেশী নাগরিক ত্রিপুরা হয়ে ট্রেনের মাধ্যমে কাজের সন্ধানে দিল্লি, বেঙ্গালুরু এবং গুজরাট যাওয়ার জন্য রেলস্টেশনে এসেছিল।

তখনই পুলিশ তাদের গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে। ক্রমাগত বাংলাদেশী নাগরিকদের অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনায় সংশ্লিষ্ট মহলে উদ্বেগ বাড়ছে। প্রশ্ন উঠছে সীমান্তে বি এস এফের নজরদারি নিয়ে। এদিকে ধৃতদের রবিবার আদালতে সোপর্দ করা হয় বলে জানান জি আর পি থানার ওসি তাপস দাস।

 

 

Exit mobile version