janatar kalam Home রাজ্য গোটা দেশের সাথে যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী
রাজ্য শিক্ষা

গোটা দেশের সাথে যথাযোগ্য মর্যাদায় রাজ্যেও পালিত হলো বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মজয়ন্তী যথাযোগ্য মর্যাদায় রাজ্যে পালন করা হয়। এবছর নজরুলের ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়। সকালে তথ্য সংস্কৃতি দপ্তরের তরফে হয় রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠান। আগরতলা নজরুল কলাক্ষেত্রে হয় প্রভাতী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা।

উপস্থিত সকলে নজরুলের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর পরে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত নৃত্য পরিবেশন করেন ছোট ছোট শিল্পীরা। এছাড়াও সংগীত পরিবেশন করেছেন তথ্য-সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী। এদিকে এদিন অনুষ্ঠানে তথ্য-সংস্কৃতি দপ্তরের সচিব বলেন, ব্রিটিশের বিরুদ্ধে কাজী নজরুল সোচ্চার হয়েছিলেন নিজের লেখনীর মাধ্যমে। কবির জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

Exit mobile version