Site icon janatar kalam

গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টা, অভিযোগ শাশুড়ির বিরুদ্ধে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পারিবারিক অশান্তির জেরে এবার এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠল শাশুড়ির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনা অমরপুরের পোড়ামাটি এলাকায়। অগ্নিদগ্ধ গৃহবধূর নাম লিপিকা দাস। লিপিকা বর্তমানে অগ্নিদগ্ধ অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, পুরা মাটি এলাকার বাসিন্দা পেশায় ডেকোরেটর শ্রমিক সুকান্ত দাসের সাথে লিপিকা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এক বছরও হয়নি। বিয়ের পর থেকেই শশুর বাড়ির লোকজন গৃহবধূ লিপিকার উপর প্রতিনিয়ত শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ। এর মধ্যেই লক্ষ্মীপুজোর দিন শাশুড়ি এই গৃহবধূকে পুড়িয়ে হত্যা করার চেষ্টা করে বলে অভিযোগ অগ্নিদগ্ধ গৃহবধূর। পরে গৃহবধূর বাবার বাড়ির লোকজন এই খবর পেয়ে লিপিকার শশুর বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে জিবিতেই চলছে লিপিকার চিকিৎসা। জানা যায়, গৃহবধূ লিপিকা বর্তমানে সাত মাসের গর্ভবতী। লিপিকার অভিযোগ তাকে প্রতিনিয়তই শাশুড়িসহ শ্বশুরবাড়ি লোকজন নানা অছিলায় নির্যাতন করে আসছে। যদিও তার শাশুড়ি এই অগ্নিকাণ্ডের ঘটনায় গৃহবধূর আনা অভিযোগ খন্ডন করে দেয়। গৃহবধূকে পুড়িয়ে হত্যার চেষ্টার অভিযোগকে ঘিরে স্বাভাবিকভাবে চাঞ্চল্য দেখা দেয়।

Exit mobile version