Site icon janatar kalam

গাঁজা সহ আটক বহিঃরাজ্যের এক যুবক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফের আগরতলা রেল স্টেশনে গাঁজা সহ আটক বহিঃরাজ্যের এক যুবক। এবার বিহার নয়, আটক করা হয়েছে রাজস্থানের এক যুবককে। রেলপথ ব্যবহার করে বাইরের রাজ্যে গাঁজা পাচারের চেষ্টা অব্যাহত।

অভিযোগ অবৈধভাবে পাচারকারীরা গাঁজা ত্রিপুরা থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু অধিকাংশ সময়ই জিআরপি ও আরপিএফের হাতে ধরা পরে যাচ্ছে তারা। ফের বহিঃরাজ্যে গাঁজা পাচারের সময় আগরতলা রেলস্টেশনে আটক এক যুবক।

মঙ্গলবার সন্ধ্যা রাতে আগরতলা সরকারি রেল পুলিস এক রাজস্থানের যুবককে আটক করে। তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার করে গাঁজা। একথা জানান আগরতলা সরকারি রেল থানার ওসি তাপস দাস। বুধবার ধৃতকে আদালতে সোপর্দ করা হয়।তিনি জানান উদ্ধার হওয়া গাঁজার মূল্য লক্ষাধিক টাকা।

Exit mobile version