2024-12-15
agartala,tripura
অপরাধ রাজ্য

গাঁজা বিরোধী অভিযানে সাফল্য পেল কাঁকড়াবন থানার পুলিশ

Oplus_131072
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিন ধরে উদয়পুর পুলিশের কাছে খবর ছিল কাঁকড়াবন থানাধীন কানিপাথর এলাকা বিভিন্ন রিজার্ভ ফরেস্ট এলাকায় গাজা গাছ রয়েছে। পুলিশ শুক্রবার সকাল থেকে কাঁকড়াবন কানি পাথর এলাকায় প্রবেশ করে দেখতে পায় তিনটি প্লটে রিজার্ভ ফরেস্ট জায়গা নয় হাজারের অধিক গাঁজা গাছ রয়েছে। শেষে এগুলো পুলিশ ধ্বংস করে দেয়।
বিকালে মহকুমা পুলিশ অধিকারী নির্মাণ দাস সাংবাদিকদের জানান শুক্রবার সকাল থেকে ডিস্ট্রিক্ট পুলিশ, সিআরপিএফ, টি এস আর নিয়ে গাঁজা গাছগুলো ধ্বংস করতে সমর্থ হয়েছে। আনুমানিক বাজার মূল্য ১০ থেকে ১২ লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী দিনও এরকম পুলিশের তরফ থেকে অভিযান চলবে বলে জানান মহকুমা পুলিশ আধিকারীক।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service