জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কুখ্যাত এক গাঁজা পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিশালগড় থানার পুলিশ। বিশালগড়ের করুই মুড়া এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে গ্রেফতার করেছে পুলিশ। প্রসঙ্গত করুই মুড়া এলাকার ২৫ বছর বয়সি ইউনুস মিয়ার বিরুদ্ধে পেচারথল থানায় একটি এনডিপিএস মামলা ছিল। সেই সূত্র ধরেপেচারথল থানার পুলিশ বিশালগড় থানাকে অবগত করে। শেষ পর্যন্ত বিশালগড় থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেপেচারথল থানার পুলিশের হাতে তুলে দিয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই ইউনুস মিয়ার জবানবন্দিতে গাঁজা পাচারকারী অনেক রাঘববোয়ালের নাম উঠে এসেছে। শীঘ্রই তাদের গ্রেফতার করতে অভিযান চালাবে পুলিশ।