জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গণ্ডাছড়ার ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানালেন বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। ধলাই জেলার গণ্ডাছড়ায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান বাম বিধায়ক দল। বৃহস্পতিবার বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর নেতৃত্বে বাম বিধায়ক দল সহ সিপিএম নেতৃত্ব যান। প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক সুদীপ সরকার, রামু দাস, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া, প্রাক্তন বিধায়ক নকুল দাস, ললিত ত্রিপুরা, সুধন দাস সহ অন্যরা।
তারা এদিন খুন হওয়া পরমেশ্বর রিয়াং এর বাড়িতে যান। কথা বলেন পরিজনদের সঙ্গে। কান্নায় ভেঙে পড়েন মৃত যুবকের মা। তাদের সান্ত্বনা দেন জিতেন চৌধুরী। এর পরে তারা যান দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া ও লুটপাট চালানো বাড়ি ঘরে। সেখানে কান্নায় ভেঙে পড়েন সমস্ত কিছু হারিয়ে পথে বসা লোকজন। বাম প্রতিনিধি দল এর পরে যান শরণার্থী শিবিরে। সেখানে বর্তমানে ১৬৫ পরিবারের ৪ শতাধিক মানুষ রয়েছেন।
তাদের সঙ্গে কথা বলেন তারা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী অভিযোগ করেন গণ্ডাছড়ার অনভিপ্রেত ঘটনা সরকারের বদান্যতায় হয়েছে। তিনি বলেন শিবিরে যারা রয়েছেন তাদের অবস্থা খুবই করুণ। দেওয়া হয়নি মশারি পর্যন্ত। তিনি দাবি জানান, ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতি পূরণ ও নিরাপত্তার ব্যবস্থা করার।
পাশাপাশি তিনি দাবি জানান, যতদিন পর্যন্ত না ক্ষতিগ্রস্তদের বসবাসের ব্যবস্থা হচ্ছে ততদিন তাদের খাওয়া, চিকিৎসার ব্যবস্থা সরকারকে করতে হবে। জিতেন বাবু দাবি জানান ৭ ও ১২-১৩ জুলাইয়ের ঘটনার সঠিক তদন্ত এবং যারা অভিযুক্ত তাদের শাস্তি ও শান্তি- সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সরকারকে ব্যবস্থা নেওয়ার।