janatar kalam Home রাজনৈতিক গণতন্ত্র রক্ষায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির মিছিল-সভা
রাজনৈতিক রাজ্য

গণতন্ত্র রক্ষায় সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির মিছিল-সভা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৮ মার্চ প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়। প্রতিবছর সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি দিবসটি পালন করে। এবছরও এর ব্যতিক্রম নয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বুধবার আগরতলায় হয় মিছিল- সভা। এদিন বাম নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি ও সারা ভারত নারী সমন্বয় কমিটির যৌথ উদ্যোগে হয় মিছিল- সভা।

বুধবার দুই সংগঠনের উদ্যোগে মিছিল শুরু হয় আগরতলা প্যারাডাইস চৌমুহনী থেকে। এদিন শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ওরিয়েন্ট চৌমুহনীতে হয় সভা। উপস্থিত ছিলেন বাম নারী নেত্রী রমা দাস, ছায়া বল সহ অন্যরা। এবছর আন্তর্জাতিক নারী দিবসে তাদের আহ্বান “হিংসার রাজনীতিকে পরাস্ত করো, গণতান্ত্রিক অধিকার রক্ষা করো। এদিন নারী নেত্রী ঝর্ণা দাস বৈদ্য বলেন, ৮ মার্চ শিব রাত্রি। তাই দুই দিন আগেই কর্মসূচী গ্রহণ করেছে নারী সমিতি।

Exit mobile version