জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সংস্কৃতির শহর খোয়াইয়ে উৎসবের মরশুমে চোরের উৎপাত বেড়ে চলেছে। এবার রাতের বেলা এক বাড়িতে হানা চোরের। তবে বাড়ির লোকজনের তৎপরতায় কিছু নিতে পারেনি চোর। রাজ্যে চলছে উৎসবের মরশুম। এসময়ে সর্বত্র পুলিসি নিরাপত্তা ব্যবস্থা কঠোর। অভিযোগ তথাকথিত পুলিসি নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও চোরের উৎপাত বেড়ে চলেছে। সুযোগ পেলেই হাত সাফাই করে নিচ্ছে চোরের দল।
খোয়াই শহরেও বাড়ছে চুরির ঘটনা। সুযোগ পেলেই বাড়িতে ঢুকে পড়ছে চোর। মঙ্গলবার রাতে খোয়াই থানাধীন সুভাষ পার্ক কালীবাড়ি সংলগ্ন এলাকায় সুশান্ত রঞ্জন পালের বাড়িতে চোরের দল হানা দেয়।বাড়িতে লাগানো লোহার গ্রিলের তালা কেটে ঘরে ঢোকার চেষ্টা করে। তৎক্ষণাৎ বাড়ির লোক ঘটনাটির টের পাওয়ায় ফলে তারা ঘুম থেকে উঠে যাওয়ায় ব্যর্থ হয় চোর।
চোরের দল পালিয়ে যায়। শহরে পুলিসি ব্যবস্থা আরও রাতের বেলা কঠোর করার দাবি উঠেছে। প্রতিদিনই শহর ও গ্রামের বিভিন্ন এলাকা গুলিতে চোরের দল এরকমভাবে অহরহ দিনরাত চুরি করছে। দুই দিন আগেও এক বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। স্বাভাবিক ভাবেই জনমনে পুলিসের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন।